ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় আম্পানে ও বন্যায় আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও জামা কাপড় বিতরণ করেছে জেলা ছাত্রসমাজ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার আশাশুনি সদর ইউনিয়ন, আনুলিয়া ইউনিয়ন ও প্রতাপনগর ইউনিয়নে কয়েক’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। সামাজিক সংগঠনের (আহার, বরিশাল) এর প্রধান উদ্যোক্তা আল-আমিন হাওলাদার ও আহার সদস্য বৃন্দদের সহযোগিতায় জেলা ছাত্রসমাজের সভাপতি কায়সারুজ্জমান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, ছাত্রসমাজ নেতা রিমন, আশাশুনি উপজেলা ছাত্রসমাজ ও উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীদের নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/