আগস্ট ২৯, ২০২০
জলাবদ্ধতা নিরসনে মেয়র ও কাউন্সিলারদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে পৌর মেয়র ও কাউন্সিলারদের সাথে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় পৌর মেয়রের কার্যালয়ে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সাথে দ্রুত পানি বন্দী মানুষদের দুর্ভোগ থেকে বাঁচাতে পানি নিষ্কাশন বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, আব্দুর রব ওয়ার্ছি, পৌর কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলার জ্যোৎস্না আরা, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুছা করিম, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য গাজী আবুল কাশেম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, মো. আশরাফ উদ্দিন, পৌর কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, এস.এম আবুল কালাম, আবু জাফর সিদ্দিকী, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, আব্দুল গফ্ফার, মো. নুরুল হক, মো. সালাহ উদ্দীন, মো. কামরুজ্জামান প্রমুখ। এসময় পৌর মেয়র সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মহোদয় পানিবন্দী পৌর-বাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পৌর-বাসীর সহযোগিতা নিয়ে পাম্প বসিয়ে ও ক্যানেল তৈরি করে দ্রুত পানি নিষ্কাশন করা হবে। বর্ষা পরবর্তী আগামী দুই মাসের মধ্যে পৌর এলাকার রাস্তা-ঘাট ও ড্রেন ব্যবস্থা ভাল হবে। টেন্ডার হয়েছে দ্রুত কাজ শুরু হবে।’ এসময় সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতার কারণ ও নিরশন এবং সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও সমন্বয় কমিটির সুপারিশ পৌর মেয়রের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলার ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 8,956,328 total views, 12,078 views today |
|
|
|