Site icon suprovatsatkhira.com

জমিজমা জবরদখল করতে মারপিট, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি : প্রতিপক্ষরা দখলীয় জমি জবরদখল, সম্পত্তি থেকে উচ্ছেদ করতে অসহায় পরিবারকে মারপিট, ভয়ভীতি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উপস্থিত হয়ে জমিজমা সংক্রান্তের জের ধরে মারপিট, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামের মৃত ইউনুচ দেওয়ানের ছেলে আরিজুল দেওয়ান এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে আরিজুল বলেন, কলারোয়া উপজেলার একই এলাকার হাবিবুর বিশ্বাসের ছেলে আলমগীর হোসেনের সাথে কৃষিজমি ও সীমানা নিয়ে তাদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ ঘটনায় কৌশলে আলমগীর হোসেন ও তার সহযোগীরা উপজেলার রামভদ্রপুর মৌজায় খতিয়ান নং-১০০, দাগ নং-২২২৭ জমি ০৩ শতক হতে উচ্ছেদে করার ষড়যন্ত্র চালাচ্ছে। হয়রানি করতে হুমকি-ধামকি প্রদর্শন করছে। আলমগীর আরিজুলের পরিবারের সদস্যদের মারপিট করেছে।
লিখিত অভিযোগে তিনি আরও বলেন, গত ২২/০৫/২০২০ তারিখ তার জমিতে ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল নিতে গেলে আলমগীর হোসেন, হাবিবুর বিশ্বাস, তানজিলা খাতুন লোহার হাতুড়ি, ধারালো দা, চাইনিজ কুড়াল, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে কিল ঘুসি ও লাথি মারে। আরিজুল মাটিতে পড়ে গেলে আমলগীর হোসেন চাইনিজ কুড়াল দিয়ে হত্যার করতে মাথায় আঘাত করে। তার ভাইপো ইমামুল এগিয়ে আসলে তাকেও মারপিট করে। স্থানীয়রা এসে উদ্ধার করে তাকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়। এ ঘটনায় উল্টো আরিজুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে আলমগীর।
আরিজুল আরও বলেন, আমি একজন সাধারণ কৃষক। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। গত ৫ আগস্ট সকাল ৯টায় মাঠে যাওয়ার সময় পূর্বে শত্রæতার জের ধরে আলমগীর হোসেন ও তার সহযোগীরা দলবদ্ধ হয়ে ধারালো দা, চাইনিজ কুড়াল ও বাঁশের লাঠি নিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে তাড়া করে। এ ঘটনায় আরিজুল বাদী হয়ে তাদের বিরুদ্ধে গত ৫ আগস্ট কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। আরিজুল আলমগীর হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচার থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version