নিজস্ব প্রতিনিধি : যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় আশাশুনির চাপড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হককে(৭২) দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার উপস্থিতিতে এসআই নিলয় এর নেতৃত্বে চৌকশ পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, প্রভাষক মাহবুবুল হক ডাবলুসহ মুক্তিযোদ্ধা, আলেম, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত. উত্তর চাপড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৯ টার দিকে তিনি সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/