Site icon suprovatsatkhira.com

ঘর দেয়ার নামে আত্মসাৎকৃত টাকা ফেরত দিলেন বড়দলের সেই মেম্বার

বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনিতে ঘর দেয়ার নামে আত্মসাৎকৃত টাকা দীর্ঘ তিন বছর পরে থানা পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগীকে ফেরত দিয়েছে বড়দলের সেই রুহুল আমীন মেম্বার। এ ঘটনায় ভুক্তভোগী অসহায় ছকিনা তার কষ্টে অর্জিত টাকা ফেরত পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবিরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভুক্তভোগী আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের রাজ্জাক গাজীর স্ত্রী ছকিনা খাতুন জানান, ‘ঘর দেওয়ার কথা বলে রুহুল আমিন মেম্বার আমার থেকে ১৮ হাজার টাকা নেয়। এ

রপর প্রায় তিন বছর পার হয়ে গেলেও মেম্বার আমাকে ঘরও দেয়নি টাকা ফেরতও দেয়নি। বাধ্য হয়ে আমি তার বিরুদ্ধে গত ১৫ জুলাই আশাশুনি থানায় একটি অভিযোগ করি। অভিযোগের তদন্তে ৯ আগস্ট রবিবার সকালে থানার গোলচত্বরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবিরের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন ও এ এসআই সাইফুল ইসলামের সামনেই মেম্বার রুহুল আমিন মেম্বার অভিযোগ স্বীকার করে বলেন, ‘১৮ হাজার টাকা না আমি নিয়েছিলাম ১৪ হাজার টাকা। আশাশুনি থানা পুলিশের সহযোগিতায় সোমবার (১৭ আগস্ট ) দুপুরে আমি মেম্বারের থেকে সেই ১৪ হাজার টাকা ফেরত পেয়েছি। আমি ওসি সাহেব ও পুলিশের প্রতি কৃতজ্ঞ থাকব’।

উল্লেখ্য, গত জুন মাসে সাতক্ষীরার পাঠক নন্দিত পত্রিকা দৈনিক সুপ্রভাত পত্রিকায় মেম্বার হাফেজ রুহুল আমীনের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version