Site icon suprovatsatkhira.com

গোয়ালচাতর কাঁচা বাজারের বেহাল দশা

হাবিবুর রহমান সোহাগ, কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : টানা বৃষ্টিতে জলাবদ্ধতা আর কাদা পানিতে বেহাল দশায় পরিণত হয়েছে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর কাঁচা বাজারটি। ক্রেতা-বিক্রেতারা বলছেন, সামান্য বৃষ্টি হলেই বাজারে এসে কাদা পানির মাখামাখিতে বিব্রতকর অবস্থায়
পড়তে হয়। বাজার কমিটির তত্ত¡াবধানে বাজারে চলাচলের পথে কিছু ইট বিছিয়ে দিয়েও কোন সুরাহা হচ্ছে না। তবে বাজারের উন্নয়নে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে ক্রেতা-বিক্রেতার এ কাদা-পানির কষ্ট দূর হবে বলে মনে করছেন বাজার কমিটি ও ক্রেতা-বিক্রেতারা। কাঁচা বাজারের সবজি বিক্রেতা টিটু জানান, ‘একটু বৃষ্টি হলেই পানি জমে যায় কাঁচা বাজারে। ফলে ক্রেতা-বিক্রেতাদের বাজারে আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়। এছাড়া পার্শ্ববর্তী ৫ থেকে ৬টি গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করার জন্য আসতে হয় এই গোয়ালচাতর বাজারে। বাজার কমিটির সভাপতি মো. ফারুক হোসেন জানান, ‘ক্রেতা-বিক্রেতাদের কথা চিন্তা করে বাজার কমিটির অর্থায়নে ১৫ থেকে ২০টলি আদলা-ইট বসানো হয়েছে। তার পরও বাজারে জলাবদ্ধতা দূর করতে পারিনি। বাজার কমিটির পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন হাবিলের কাছে বাজারটি সংস্কারের দাবি জানাচ্ছি। তিনি যেন খুব দ্রæত আমাদের এই বাজারটি সংস্কারের কাজ শুরু করেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন হাবিল মুঠো ফোনে জানান, ‘গোয়ালচাতর বাজার কমিটির সাথে আলোচনা করে দেখা যাক কি করা যায়’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version