Site icon suprovatsatkhira.com

গাবুরায় বাঁধ সংস্কারের পর ফের ভাঙন, প্লাবিত এলাকা

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার দ্বীপ বেষ্টিত গাবুরা নেবুবুনিয়ায় ভেঙে যাওয়া রিং বাধের ৬ টি স্থানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধ দিলেও ঝাপালির বাধ সহ ৭ টি স্থানে পুনরায় ভাঙন হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করার পর দুপুরে পুনরায় ভেড়ি বাধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। প্রবল বর্ষার মধ্যে স্বেচ্ছাশ্রমে বাধ বাধার মধ্য দিয়ে গাবুরাবাসী মানসিক প্রশান্তি পেলেও তা আবার দুশ্চিন্তায় পরিণত হয়েছে।

গাবুরা ইউপি চেয়ারম্যান এস এম মাসুদুল আলম বলেন, সকালে শত শত মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাধ সংস্কার কাজে অংশ নিয়ে কাজ সমাপ্ত করলেও তা টিকিয়ে রাখা সম্ভব হলো না। আগামীকাল সকালে এলাকাবাসীকে নিয়ে আবার বাধ সংস্কারে কাজ করা হবে। একই দিন বেলা ৩ টার দিকে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঝাপালির রিং বাধ ভেঙে প্লাবিত হয় লোকালয়। এসময় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর নেতৃত্বে এলাকাবাসী রিং বাধটি সংস্কার কাজে নেমে পড়েন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version