আগস্ট ২৯, ২০২০
গাবুরার নেবুবুনিয়ার রিং-বাঁধ সম্পন্ন: অবশেষে পানি বন্ধ
ডেস্ক রিপোর্ট : শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার নেবুবুনিয়ার রিং-বাঁধ সম্পন্ন হওয়ায় অবশেষে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছে। উল্লেখ্য, গত ২০ মে ২০২০ এ সুপার সাইক্লোন আম্পানে দ্বীপ ইউনিয়ন গাবুরার নেবুবুনিয়া ওয়াপদা বেড়ি-বাঁধ ভেঙে প্লাবিত হয় গাবুরা ইউনিয়ন সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের গ্রাম। মড়ার উপর খাঁড়ার ঘায়ের মত গত ২১ আগস্ট নদীর জোয়ার স্বাভাবিকের তুলনায় বেশি এবং টানা বর্ষণে আবারও রিং-বাঁধ ভেঙে প্লাবিত হয় গাবুরা ইউনিয়ন। বাপ-দাদার কবর ও তাদের পৈতৃক ভিটায় লোনা পানির ছোঁয়া লাগতে দেবে না। এই প্রতিশ্রæতিতে শনিবার (২৯ আগস্ট) গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য জি.এম শফিউল আযম লেনিনের ডাকে হাজার হাজার মানুষ স্বতঃস্ফ‚র্ত ভাবে একত্রিত হয়ে গাবুরা নেবুবুনিয়া রিং-বাধ নির্মাণে ঝাঁপিয়ে পড়ে অবশেষে দীর্ঘ ৩/৪ দিন অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে রিং-বাধ সম্পূর্ণ হয়েছে। এ স্বেচ্ছাশ্রমে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান, ইউপি সদস্য জি এম গোলাম মোস্তফা, ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, ইউপি সদস্য খান ফজলুল হক, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি.এম ইমাম হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 8,953,309 total views, 9,059 views today |
|
|
|