Site icon suprovatsatkhira.com

খাজরায় ভাতা-ভোগীদের ডাটা এন্ট্রি শুরু

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা-ভোগীদের মাঝে সরকারি সেবা দোর গোড়ায় পৌঁছে দিতে অনলাইনে এমআইএস ডাটা এন্ট্রির কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) খাজরা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতা-ভোগীদের ডাটা এন্ট্রি কাজের শুভ উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল।

এ সময় ইউপি সচিব বিশ্বজিত ঘোষ, উদ্যোক্তা ইকবাল হোসেন, সহকারী সানি দাশ, কম্পিউটার অপারেটর নুরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল ভাতা ভোগীদের ডিজিটাল ডাটাবেজ এমআইএস-এ অন্তর্ভুক্তি কার্যক্রম শুরু হচ্ছে। সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতা সমূহ জিটুপি পদ্ধতিতে প্রদানের লক্ষে এবং এটুআই প্রোগ্রাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version