খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় পানিতে ডুবে বিনা বাছাড় (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামে সুধীর বাছাড়ের স্ত্রী প্যারালাইজড রোগী বিনা বাছাড় পুকুরের পানিতে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে বিনা বাছাড় ঘুম থেকে উঠে বাহিরে আসে। সকাল ৮টার পরও বাড়িতে ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি করি। পরে পার্শ্ববর্তী হালদার বাড়ি পুকুরে বৃদ্ধা বিনা বাছাড়ের মরদেহ ভাসতে দেখা যায়। পুত্র হারান বাছাড় জানান, আমার মা প্যারালাইজড রোগী। ঠিকমত চলাফেরা করতে পারে না। পুকুরে হাত মুখ ধোয়ার ফাঁকে পা পিছলে পানিতে পড়ে মারা যান।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/