Site icon suprovatsatkhira.com

কে হচ্ছেন দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার মাঝি

কাদের মহিউদ্দীন : দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পেয়েছেন হাবিবুর রহমান সবুজ। তিনি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান। গত ৭ই আগস্ট পরিষদের চেয়ারম্যান মৃত্যুবরণ করলে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়। শুরু হয় উপ-নির্বাচন নিয়ে সর্বত্রই জল্পনা-কল্পনার ঝড়। ৫টি ইউনিয়ন নিয়ে দেবহাটা উপজেলা গঠিত। জেলার সর্বকনিষ্ঠ উপজেলা দেবহাটা। প্রায় ২লক্ষ ২১ হাজার মানুষের বসবাস এই ছোট্ট উপজেলায়।

২০১৯-২০ সালে ৩১মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে প্রয়াত মুক্তিযোদ্ধা আলহাজ্জ আব্দুল গনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন এবং ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন হাবিবুর রহমান সবুজ। উল্লেখিত নির্বাচনে একই দলের প্রার্থী উৎসব মুখর পরিবেশ সৃষ্টিতে প্রতিদ্ব›িদ্বতা করেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. স.ম গোলাম মোস্তফা। তিনি এবারও উপজেলা উপ-নির্বাচনে প্রার্থী হবেন বলে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। উপজেলা উপ-নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। আগামী উপজেলা উপ-নির্বাচনে ক্ষমতাসীন দলের কে হচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী বা কারা নির্বাচন করবেন।

তবে এরই মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকার স্বাক্ষরিত এক লিখিত পত্রে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১, হাবিবুর রহমান সবুজকে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এদিকে দেবহাটার উপ-নির্বাচনে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এবং কুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা আওয়ামী লীগের সভাপতি ও ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, বর্তমানে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনি। এছাড়াও আওয়ামী লীগের শরীক দল দেবহাটা উপজেলা শাখার জাতীয় পাটির সভাপতি ও সাবেক দেবহাটা ইউপি চেয়ারম্যান আবুল ফজলের নামও শোনা যাচ্ছে।

গতকাল পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরী সভায় উপ-নির্বাচনকে ঘিরে নয়টি ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও অঙ্গ সংগঠনের সভাপতি-সম্পাদক-দ্বয় সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে সমর্থন জানিয়েছেন।

এদিকে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে কাউন্সিলিং ভোটে মনিরুজ্জামান মনি বিজয় লাভ করলেও প্রয়াত আলাহাজ্জ আব্দুল গণি বীর মুক্তিযোদ্ধা হওয়ায় সম্মানার্থে কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি প্রার্থী ঘোষিত হন। তবে আগামী উপ নির্বাচনে মনিরুজ্জামান মনিকে নৌকা প্রতীক নিয়ে অধিকাংশ নেতা কর্মীরা প্রার্থী হিসাবে দাঁড় করাতে চায়ের দোকানগুলিতে জোর আলোচনা করতে শোনা যাচ্ছে।

এ নিয়ে মনিরুজ্জামান মনির কাছে জানতে চাইলে তিনি ‘সুপ্রভাত সাতক্ষীরা’র এ প্রতিনিধিকে বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলিং নির্বাচনে ৪৫টি ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু দলীয় সিদ্ধান্ত মেনে উপজেলা ভোটে প্রতিদ্ব›িদ্বতা থেকে বিরত ছিলাম। তাই আশা করি দেবহাটা উপজেলা উপ-নির্বাচনে আমাকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেবেন’। এমন পরিস্থিতিতে উপজেলার উপ-নির্বাচনে কে হবেন নৌকার মাঝি সে অপেক্ষায় দেবহাটাবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version