Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে আনসার ভিডিপির উন্নয়ন ব্যাংকের কার্যক্রমের সম্পর্কে আনসার ভিডিপির সদস্যদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় কিষান মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নের আনসার ভিডিপির সদস্যরা এ সভার আয়োজন করেন।

সভায় আনসার ভিডিপির ইউনিয়ন কমান্ডার আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, মুক্তিযোদ্ধা আহাদ আলী, মুক্তিযোদ্ধা আবুল কালাম আবু সাইদ। এছাড়াও উপস্থিত ছিলেন বুলবুল আহমেদ, জালাল উদ্দীন, আঃ আজিজ, ইয়াছিন আলী, শাহীন, মোস্তাফা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনসার ভিডিপির সহকারী কমন্ডার নাসির উদ্দীন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version