Site icon suprovatsatkhira.com

কুল্যায় পোস্ট মাস্টার মোশারফ হোসেনের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের পোস্ট মাস্টার মোশারফ হোসেন (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি …… রাজেউন)।
কচুয়া গ্রামের মৃত মহাতাব উদ্দিন সরদারের ছেলে মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সোমবার (৩ আগস্ট) প্রচÐ গরমে অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি ইন্তেকাল করেন।
মোশারফ হোসেন কাদাকাটি পোস্ট অফিসে প্রায় ২০ বছর চাকুরি করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন, গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদরাসার আরবি শিক্ষক মাও. জামাল উদ্দিন। এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version