নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ইউনিয়নের জয়নগর গ্রামে একই পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে ডুবে যাওয়া শিশুর নাম হালিমা খাতুন(৪), পিতার নাম-আব্দুল হক এবং তরিকুল ইসলাম(৪) পিতার নাম সাইফুল ইসলাম।
এবিষয়ে সংশ্লিষ্ট ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোল্যা জহুরুল হক জানান, দুপুর ১টার দিকে উভয় শিশুর পরিবার থেকে খোঁজাখুঁজি শুরু হলে বাড়ির পাশের পুকুরে মেয়ে শিশুর লাশ খুঁজে পায় পরিবারের সদস্যরা। স্থানীয় অন্যরা বলেন দুপুরে খেলা করার সময় উভয় শিশু পুকুরে গেলে সেখানে পানিতে তাদের মৃত্যু হয় বলে মনে করছি। একই জায়গায় দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবার সহ এই এলাকায় শোকের মাতম চলছে।