Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক খোদা-বক্স সরদারের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত কালিগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক খোদা-বক্স সরদার (৭৯) আর নেই। দীর্ঘদিন যাবৎ বাধর্ক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৯ টা ৪০ মিনিটে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর স্থানীয় বাজারগ্রাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে কালিগঞ্জ কলেজের পাশে অবস্থিত সরকারি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
নামাজে জানাজায় জেলা বিএনপি’র আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, দেবহাটা উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সিরাজুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল অহেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশগ্রহণ করেন।
এদিকে অধ্যাপক খোদা-বক্সের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সহকর্মীবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
প্রসঙ্গত, অধ্যাপক খোদা-বক্স ব্যক্তিজীবনে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ইতিপূর্বে তিনি কালিগঞ্জ উপজেলা বিএনপি’র আহŸায়ক ও জেলা বিএনপি’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক খোদা-বক্সের সহকর্মী কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তমিজ উদ্দীন আহম্মেদও ২০১৪ সালের ১৯ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। কাঁকতালীয়ভাবে একই কলেজে একই সময়ে কর্মরত দুই শিক্ষক ৫ বছরের ব্যবধানে একই তারিখে মৃত্যুবরণ করলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version