Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদীর পক্ষ থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন’র বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার শফিউল্লাহ, সাংবাদিক সাজেদুল হক সাজু, শেখ আতিকুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত: উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন কালিগঞ্জ উপজেলা থেকে যশোর জেলার বাঘার পাড়া উপজেলায় বদলি হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version