নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সাপের কামড়ে লিটন সরদার ওরফে মধু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর গ্রামের অলি সরদারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০ টার দিকে লিটন সরদার বাড়ির পাশে প্রস্রাব করতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। স্থানীয় ওঝার মাধ্যমে চিকিৎসার চেষ্টা করে ব্যর্থ হয়ে সকাল সাড়ে ৭ টার দিকে শ্যামনগর উপজেলার সোহালিয়ায় ফ্রেন্ডশীপ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন সরদারকে মৃত ঘোষণা করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/