Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ‘‘মাতৃদুগ্ধ দানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়–ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন করা হয়েছে। কালিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সকলকে হাত স্যানিটাইজ করিয়ে মাস্ক বিতরণ করেন ডা. গোলাম মোস্তফা।

র‌্যালি শেষে উপস্থিত সকলের মাঝে বুকের দুধ কখন, কী ভাবে ও কেন খাওয়ানো উচিত এ বিষয়ে বক্তব্য রাখেন ডা. গোলাম মোস্তফা ও নবযাত্রা প্রকল্পের প্রতিনিধি রুমানা হক। ডা. গোলাম মোস্তফা বলেন, ৩৫টি সিসি ও ১০টি FWC তে এ সপ্তাহ উদযাপনের তাৎপর্য আনুষ্ঠানিক ভাবে পালন করা হবে। মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version