আগস্ট ৬, ২০২০
কালিগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ধরা
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলিয়া গ্রামের কাশেম কারিকরের ছেলে রাজ্জাক কারিকর (৪০) ও শুইলপুর গ্রামের মৃত জমাত আলী মোড়লের ছেলে ছায়েম মোড়ল (৩৫)। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও দেবহাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত কালিগঞ্জ সার্কেলে দায়িত্বপ্রাপ্ত) ইয়াছিন আলীর নির্দেশে কালিগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার দিবাগত রাত ২ টার দিকে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় ৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রাজ্জাক ও ছায়েমকে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 8,956,794 total views, 12,544 views today |
|
|
|