আগস্ট ১৭, ২০২০
কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা
নিজস্ব প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল। বিশেষ অতিথি ছিলেন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক কেরামত আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মীর মাসুম বিল্ল্যাহ, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্ল্যাহ আল হাসান, রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবাদুল ইসলাম প্রমুখ। ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহাম্মেদ রনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাংবাদিক হাবিবুল্ল্যাহ বাহার, রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. মহিউদ্দিন আহমেদ। 8,953,806 total views, 9,556 views today |
|
|
|