কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সকিনা খাতুন(৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার গয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষে গুরুতর আহত হয়েছে নিহতের মেয়ে রাজিয়া (১৮)। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সকিনার মেয়ে জামাই বাড়িতে থাকায় তার ভাসুরের ছেলে ও তার মা মর্জিনাকে গালিগালাজ না করার জন্য অনুরোধ করলে উভয়ের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মর্জিনা(৩৭) ও তার ছেলে জাহিদ হাসান(১৩) এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে।
খবর পেয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস ঘটনাস্থলে গিয়ে তিন জন আটক করে। আটককৃতরা হলেন, মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু(৪৫) ও তার ছেলে জাহিদ হাসান(১৩)। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, ‘ঘটনা সঠিক এবং আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিন কিলোমিটার দূর থেকে গ্রাম পুলিশ তাদের উদ্ধার আটক করে পরিষদে আটক করে রাখে’। তিনি আরো জানান, ‘নিহত সকিনার মেয়ে গুরুতর আহত অবস্থায় কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে’। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, ‘এ ঘটনায় এখনও মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে’।