Site icon suprovatsatkhira.com

করোনা পরিস্থিতির ছয় মাসে জেলায় ৪৯ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতির শুরু থেকে সাতক্ষীরা জেলায় ভ্রাম্যমাণ আদালতে ৪৯ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় ০১ মার্চ ২০২০ হতে ২০ আগস্ট ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১ হাজার ২শ’ ৪ টি মোবাইল কোর্টে ৩ হাজার ৬৩টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৪৯ লক্ষ ৯ হাজার ৯শ’ ৬৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত মোট ৩টি মোবাইল কোর্ট অভিযানে ৮টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ১৫ হাজার ৪শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version