কাদের মহিউদ্দীন : গত ৮ই মার্চ-২০২০ দেশে করোনা ভাইরাসে আক্রাত্ম হলে স্বাস্থ্য বিধি মেনে চলতে সারাদেশ ব্যাপী গণ-পরিবহণ বন্ধ হয়ে যায়। যার ফলে দেবহাটার পারুলিয়া বাস মালিক সমিতির আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ২৫জন সময় নিয়ন্ত্রক কর্মীরা কর্মহীন হয়ে পড়ে। অথচ প্রায় ৩ যুগের বেশি সময় ধরে এই কাউন্টারের প্রাপ্ত অর্থে এদের সংসার নির্বাহ হয়ে আসছিল। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে গণ-পরিবহণ চলাচল শুরু হলেও এই স্টাটাররা পুনরায় নিয়োগ না পেয়ে অর্থ অভাবে মানবেতর জীবন যাপন করছে।
সময় নিয়ন্ত্রক রশিদুল আলম জানান, ‘আমরা সাতক্ষীরা বাস মালিক সমিতির যুক্তি ভিত্তিক নিয়োগপ্রাপ্ত মোতাবেক দায়িত্বপালন করা কালীন করোনাকে ঘিরে কর্ম-চ্যুত হওয়ার পর থেকে কোন প্রণোদনা পাইনি। এদিকে সরকারের সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন, ইতিমধ্যে বাস ভাড়া বাড়িয়ে যে প্রজ্ঞাপন জারি ছিল তা সরকার যে কোন সময় বাতিল করে পূর্বের ভাড়ায় অবস্থান নেবেন’। পারুলিয়া কাউন্টার সূত্রে জানা যায়, দীর্ঘদিন কর্মহীন থাকা স্টাটাররা কর্মের জন্য তারা প্রশাসনিক, মালিক সমিতি ও স্থানীয় জন প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।