Site icon suprovatsatkhira.com

ঈশ্বরীপুরে ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি : ‘ক্যান্সার থেকে বাঁচুন, ভায়া করতে আসুন’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলার ইশ্বরীপুরে জরায়ু মুখ ও স্তন পরীক্ষার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় ঈশ্বরীপুর কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ক্যাম্পেইনের আয়োজন করে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স মোছা : নুরুন্নাহার খাতুন, আসমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুলতানা পারভীন (কেয়া) উপকারভোগীদের পরীক্ষা করেন।

এ সময় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মন্ডল ভূপতি ভূষন, ঈশ্বরীপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলু রহমান, স্বাস্থ্য সহকারী ৭,৮,৯ নং ওয়ার্ড আব্দুল্যা আল ফারুক(সবুজ), রুখসানা আফরোজা, সি এইচ সি পি বংশীপুর কমিউনিটি ক্লিনিক শেখ রবিউল ইসলাম, সি এইচ সি পি ঈশ্বরীপুর কমিউনিটি ক্লিনিক শারমিন দিলসাদ, মাল্টিপারপস স্বাস্থ্য স্বেচ্ছাসেবক বৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version