Site icon suprovatsatkhira.com

আশাশুনি থানায় অভিযোগকারী অসহায় নারীর সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি থানায় অভিযোগ করতে আসা এক অসহায় মহিলাকে আর্থিক ভাবে সহায়তা দিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির। তিনি আটা ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আফিল উদ্দীনের মেয়ে নাসিমা খাতুন প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করতে আসেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা তার অভিযোগ শুনে খোঁজখবর নিয়ে জানতে পারেন নাসিমা একজন হতদরিদ্র নারী। এরপর তিনি অভিযোগ করতে আসা নাসিমাকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন এবং অভিযোগের তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাকে আশ^স্ত করেন। এসময় উপস্থিত ছিলেন এসআই হাসানুজ্জামান, এসআই ফকির জুয়েল রানা, এসআই জাহাঙ্গীর, এসআই গাজী নুরুন্নবী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version