বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনের বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা মৎস্য সেট সংলগ্ন শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি মুঠো ফোনে শোক সন্তপ্ত পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন।
শেষকৃত্য অনুষ্ঠানে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম, আশাশুনির সদর চেয়ারম্যান সেলিম রেজা মিলন, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মুনসুর গাজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, আওয়ামী লীগ নেতা এস এম ওমর সাকি পলাশ, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এস এম শরীফ, বি এম আলাউদ্দিন, আ’লীগ নেতা সাজ্জাদ হোসেন, আশাশুনি উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হিমাংশু চন্দ্র সানা (১০৫) বার্ধক্যজনিত কারণে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বামনডাঙ্গাস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।