আগস্ট ৬, ২০২০
আশাশুনিতে ১৫ আগস্ট পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মÐলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, বুদ্ধদেব সরকার, জগদীশ সানা, আব্দুস সামাদ বাচ্চু, যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, কৃষক লীগের সভাপতি স ম সেলিম রেজা, শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ। সভায় কেন্দ্রীয় ও জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করতে আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মÐল ও সহ সভাপতি নীলকণ্ঠ সোম। মোল্যা রফিকুল ইসলামকে আহŸায়ক করে বুদ্ধদেব সরকার, মুজিবর রহমান, জগদীশ সানা, আব্দুস সামাদ বাচ্চু, আহসান উল্যাহ আছু, রণজিৎ বৈদ্য এবং সকল কমিটির সভাপতি/সম্পাদককে সদস্য করে আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। 8,958,494 total views, 14,244 views today |
|
|
|