Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সিরিজ বোমা হামলা দিবসে আলোচনা সভায় দোষীদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সিরিজ বোমা হামলা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভার আয়োজন করে আশাশুনি উপজেলা যুবলীগ। যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। তিনি বলেন, ‘২০০৫ সালের এই দিনে বিএনপি-জামাতের মদদ পুষ্ট জেএমবি সারাদেশে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়েছিল। তিনি হামলাকারী ও জঙ্গীবাদের মদদদাতাদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান’।
যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মহিতুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি নয়ন, যুবলীগ নেতা আনিছুর রহমান বাবলা, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version