নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে আশাশুনি আলিয়া মাদরাসা চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, আলিয়া মাদরাসার শিক্ষক মোস্তাহিদুর রহমান প্রমুখ।
উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি যুব সংগঠন, ২৫ জন প্রশিক্ষিত যুবকে ৬৬ টি ফলদ, ৬৬টি বনজ ও ৬৮টি ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এসব চারা একযোগে সকল প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি রোপণ করবেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক জানান- যুব উন্নয়ন অধিদপ্তর ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুবদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করবে। এদিন ২৪ জন যুবকে ১০ লক্ষ ২৫ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হবে।