নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে স্বাস্থ্য বিধি না মানা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৭ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে আশাশুনির বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা।
এ সময় বাস ও ইজিবাইকে স্বাস্থ্য বিধি না মানায়, মাস্ক ব্যবহার না করায় বিজ্ঞ আদালতে ৫ টি মামলায় ৫ জনকে ৮শ’ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বুধহাটা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেইরি ও আদি সাতক্ষীরা ডেইরিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/