Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বুধহাটা ও শোভনালী ইউনিয়নে প্রতিবন্ধীদের অভিভাবক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কিশোরী প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা এবং বয়ঃসন্ধিকালীন সমস্যা, মাসিক ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, গর্ভকালীন যতœ ঝুঁকি ও যৌন হয়রানি বিষয়ক অভিভাবক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা-কিশোরী প্রোজেক্ট এ প্রশিক্ষণের আয়োজন করে।
ডিজ অ্যাবল্ড রিহ্যাবিলিটিশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের (ডিআরআরএ) সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সুপার ভাইজার মোজিফা খাতুন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেইনার মাজেদা খাতুন ও তমা পারভিন । উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন আইডিয়ালের প্রোজেক্ট ম্যানেজার সুবেদ বাছাড়।
একই দিনে শোভনালী ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল ১০টায় দেবাশিষ চক্রবত্তীর পরিচালনায় অনুরুপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেইনার মনোয়ারা খাতুন ও তাপসী দাস। দুটি প্রশিক্ষণে দুই ইউনিয়নের ২৫ জন করে অভিভাবক অংশগ্রহণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version