নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের মহামারির এ সময়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এ অবস্থায় প্রাইমারি, হাইস্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা উৎসাহ সৃষ্টির লক্ষে এবং তাদের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করা ও তাদের মানসিক বিকাশ অব্যাহত রাখা প্রয়োজন। এ জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মৌমাছি বিজ্ঞান ক্লাবের যৌথ উদ্যোগে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২০ আশাশুনি উপজেলার শোভনালীতে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। এ বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২০-এ পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কোভিড-১৯-এ ৫টি বিষয়ে সর্বমোট ২৮টি প্রশ্নের লিখিত কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৪৪ জন শিক্ষার্থী। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। আগামী ১২ আগস্ট মৌমাছি’র ফেসবুক পেজ ও বিজয়ীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে কুইজের ফলাফল ঘোষণা করা হবে। বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মৌমাছির সভাপতি মানিক চন্দ্র বাছাড় বলেন- কালের বিবর্তনে মানব জীবন এবং বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বিজ্ঞান মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দৈনন্দিন জীবনের প্রত্যেকটি মুহ‚র্তেই বিজ্ঞানের অবদান রয়েছে। মানব জীবনে বিজ্ঞানের এই ব্যবহারকে ইতিবাচক দিকেই রাখতে হবে। বিজ্ঞানের আলোয় প্রতিটি মানুষকে আলোকিত করতে হবে। সমস্ত কলুষতা থেকে বিজ্ঞানকে মুক্ত রাখার জন্য সকল ধরনের অপব্যবহার থেকে বিজ্ঞানকে সরিয়ে রাখতে হবে। তবেই মানব সভ্যতার যথার্থ উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।
আশাশুনিতে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/