নিজস্ব প্রতিনিধি : বাগেরহাট জেলার ধর্মান্তরিত সাথীকে ঢাকা থেকে উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ। তাকে স্বামী ও শ^শুরের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার গরীবপুর গ্রামের ভবতোষ গাইনের মেয়ে সাথী গাইন (২৩) ঢাকায় পড়ালেখা করার সময় তার সহপাঠি আশাশুনির আনুলিয়া ইউনিয়নের আনোয়ার তৌহিদের ছেলে নূরে আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর আগে সাথী গাইন ইসলাম ধর্ম গ্রহন করে সাথী ইসলাম নাম ধারণ করে নূরে আলমের সাথে বিয়ে করেন।
সম্প্রতি বিয়ের কথা প্রকাশ করে সাথী স্বামীর সাথে বসবাস শুরু করেন। এব্যাপারে সাথীর বাবা ভবতোষ গাইন আশাশুনি থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন অভিযান চালিয়ে বিশেষ পন্থায় ঢাকা থেকে সাথীকে উদ্ধার করে বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে থানায় নিয়ে আসেন। মেয়ের বাবা-মা থানায় আসার পর সাথী বৈধ কাগজপত্র দেখিয়ে ও সে তার স্বামীর সাথে থাকতে চায় বলে জানায়। অগত্যা আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন উপস্থিতিতে সাথীকে তার বাবা-মার সামনে স্বামী ও শ^শুরের জিম্মায় হস্তান্তর করে পুলিশ প্রশাসন।
আশাশুনিতে নও মুসলীম সাথী ঢাকা থেকে উদ্ধার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/