নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে গাঁজাসহ রাকিব বাবু ওরফে রাহানুল আবেদিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে আশাশুনি সদরের নুর ইসলামের ছেলে। রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশাশুনি সদর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন এএসআই মিলন হোসেন। এ ঘটনায় আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(৮)২০২০ নং একটি মামলা দায়ের করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, ‘সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে’।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/