Site icon suprovatsatkhira.com

আম্পানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা বিষয়ে রেড ক্রিসেন্ট ইউনিটের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিট কার্যালয়ে সাবেক সেক্রেটারি শেখ নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্য সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, এস.এম শওকত হোসেন, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন- উর-রশিদ, শেখ আব্দুর রশিদ ও ইউনিট অফিসার মো. হায়দার আলী প্রমুখ।

আলোচনা সভার শুরুতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের প্রয়াত সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ’র রুহের মাগফিরাত কামনা করে ১মিনিট নীরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব রাখা হয়। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version