রুহুল আমিন, কুলিয়া প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে আদালতের আদেশ অমান্য করে পুনরায় চাচা ও ফুফুদের রেকর্ডীয় সম্পত্তিতে জোর করে মার্কেট নির্মাণের চেষ্টা চালাচ্ছে কথিত রাজাকার আব্দুল্লাহ আল বাকির তিন পুত্র। কয়েকদিন পূর্বে নির্মাণ কাজে পুলিশের বাধার মুখে কাজ বন্ধ করলেও বৃহস্পতিবার পুনরায় মার্কেটের নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি সাতক্ষীরা সদর থানা পুলিশ জানার পরে আদালতের রায়কে কার্যকর করতে নির্মাণ কাজ বন্ধ করে দেয় পুলিশ। মামলা সূত্রে জানা যায়, মরহুম মাও. আহম্মদ আলীর দুই পুত্র আব্দুল্লাহ আল বাকি ও ড. আসাদুল্লাহ আল গালিব ও চার মেয়ে যথাক্রমে ফতেমা খাতুন, আয়শা খাতুন, জামিলা খাতুন ও মাফুজা খাতুন।
ইতিপূর্বে তারা শান্তি পূর্ণ ভাবে উক্ত নালিশী জমি ভোগ দখল করে আসছিল। এই কথিত রাজাকার আব্দুল্লাহ আল বাকি মৃত্যুর আগে নালিশী জমি হতে ৫৭৯৩ নং খতিয়ানে ১৮১৯৫ / ১৯০২৭ দাগে তার বড় ছেলে মুকুলকে ১৫ শতক জমি লিখে দেয়। বাবার নিকট থেকে ১৫ শতক জমি লিখে নিয়ে চাচা সাতক্ষীরার বাইরে বসবাস করার সুবাদে পরবর্তীতে চাচা ও ফুফুদের জমি ফাঁকি দেওয়ার জন্য ১৫ শতকের স্থানে ১৯ শতক জমি প্লট কেটে নেয়। নালিশী ৫১শতক জমি অংশ মোতাবেক দুই ভাই ও চার বোনের নামে রেকর্ড হয়।
ইতিপূর্বে ড. আসাদুল্লাহ আল গালিব চার বোনের মধ্যে দুই বোনের অংশ খরিদ মূলে দুই বোনের জমির মালিক হয়। সেই হিসাব অনুযায়ী ড. আসাদুল্লাহ আল গালিবের নিজের অংশ এবং দুই বোনের নিকট থেকে খরিদ করা অংশসহ নালিশী ৫১শতক জমির মধ্যে সাড়ে ৩৭ জমি ভোগ দখল করতে থাকে। হঠাৎ কথিত রাজাকারের তিন পুত্র সন্ত্রাসী কায়দায় ৫১শতক জমির মধ্যে ৩২শতক জমি জবর দখল করে মার্কেট নির্মাণ শুরু করে। চাচা ও অপর দুই ফুফুর নিষেধ অমান্য করলে বাধ্য হয়ে তারা আইনের আশ্রয় নেয়।
ড. আসাদুল্লাহ আল গালিব ও মৃত দুই বোনের ওয়ারিশরা বাদী হয়ে ইং- ৩০/০১/২০২০ তারিখে বিজ্ঞ আদালতে মামলা করে। যার স্মারক নং- ১৬২। বিজ্ঞ আদালতের আদেশে উক্ত নালিশী সম্পত্তির উপর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে মার্কেট নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
কয়েক মাস বন্ধ রাখার পর সোমবার (২৪ আগস্ট) সকালে কুখ্যাত রাজাকার পুত্ররা পুনরায় মার্কেট নির্মাণ কাজ শুরু করে। চাচা ও দুই ফুফুর ওয়ারিশেরা নির্মাণ কাজে বাধা দিতে গেলে রাজাকার পুত্ররা তাদেরকে খুন করে ফেলবে বলে বিভিন্ন হুমকি দেয়। প্রাণ ভয়ে তারা মোবাইল যোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে তিনি দুইজন এস. আই পাঠিয়ে আবারও নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং চেয়ারম্যান মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বসে স্থানীয় ভাবে বিষয়টি সমাধান করে নিতে বলেন। ওই রাজাকার পুত্ররা তাদের কথাকে উপেক্ষা করে দূর দিন পর আজ বৃহস্পতিবার আবার ও মার্কেট নির্মাণ কাজ শুরু করে। বিষয়টা সাতক্ষীরা সদর থানা অবহিত হলে তারা এসে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে যায়। মামলার বাদীরা বলেন, আইনের মাধ্যমে আমাদের রেকর্ডীয় সম্পত্তি যাহাতে আমরা ফিরে পেতে পারি তাহার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।