মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় বিদ্যালয়ের কাজ পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ উদ্বোধন করেন ইউএনও। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, প্রকৌশলী আসাদুজ্জামান খান, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সেলিনা সাঈদ, ঠিকাদার মিজানুর রহমান, আব্দুল করিম, সালাউদ্দিন আহমেদ, রবিউল ইসলাম প্রমুখ। উদ্বোধকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কাজ আপনারা দেখে নেবেন’। এ সময় তিনি প্রকৌশলী ও ঠিকাদারকে সঠিক ভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন।