আগস্ট ২২, ২০২০
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা লীগের নতুন সাধারণ সম্পাদক আব্দুল বারী
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি.এম আব্দুর রাজ্জাক, শেখ মাগফুর রহমান লালু, লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, মুক্তিযোদ্ধা লীগ সদর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা লীগ পৌর শাখার সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল, সাধারণ সম্পাদক শেখ তৈয়েবুর রহমান শান্ত, দিনেশ চন্দ্র, জিল্লুর রহমান, রুহুল আমিন ও আবুল কালাম, সামিউল সজল প্রমুখ। এ সময় সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মো. মোমিন এর বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আবুল হোসেন (মানিক) এর নির্দেশে এবং গঠনতন্ত্রের ২৮ধারা মোতাবেক সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আব্দুল মোমিনকে চূড়ান্ত বহিষ্কার করা হয়। একই সাথে নতুন সাধারণ সম্পাদক হিসেবে প্রোফেসর ড. আব্দুল বারী কে দায়িত্ব প্রদান করা হয়। 8,022,505 total views, 65 views today |
|
|
|