আগস্ট ১৯, ২০২০
সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিনসহ গৃহ-নির্মাণে অর্থ বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার-প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানবতার মা গরিবের দুঃখ কষ্ট বোঝেন বলেই অসহায় মানুষের কথা ভেবে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের গৃহ নির্মাণ ও গৃহ নির্মাণ বাবদ অর্থ সহায়তা দিয়েছেন। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার জন্য মহান আল্লাহর দরবারে সকলের কাছে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করার আহŸান জানান এমপি রবি। বর্তমান করোনা পরিস্থিতি প্রতিরোধে সজাগ ও সতর্ক থাকা এবং সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার আহŸান জানান এমপি রবি।’ 8,022,528 total views, 88 views today |
|
|
|