ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এরিয়ান্স ক্লাবের জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৩০আগস্ট) বিকাল ৪ টায় এরিয়ান্স ক্লাবের নিজস্ব ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, ইয়াং এরিয়ান্স ক্লাবের সভাপতি, জাহিদ হোসেন আল্টু, রাইজিং এরিয়ান্স ক্লাবের সভাপতি, আল-আমিন কবির চৌধুরী ডেভিট, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান রিন্টু, এরিয়ান্স ক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুল আক্তার তপু, এরিয়ান্স ক্লাবের প্রাক্তন প্লেয়ার এজাজ আহমেদ জজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে আমরা এ.কে.এম আনিসুর রহমান পরিষদকে সমর্থন করছি। একই সাথে সাথে সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে এরিয়ান্স ক্লাবের সভাপতি মো. মুজিবর রহমান ও সদস্য শাহ-আলম শানুনেক সকলের সিন্ধান্ত মোতাবেক ক্লাবের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাবু সন্তোষ কুমার ঘোষ, সুভাষ চন্দ্র ঘোষ, স্বপন ঘোষ, রুহুলআমিন সরদার, মির্জা মনিরুজ্জামান কাকন, এরিয়ান্স ক্লাবের ক্যাপ্টেন হাফিজুর রহমান, ডা. সিরাজুল ইসলাম প্রমুখ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/