আগস্ট ১৪, ২০২০
সরকারি রাস্তা বিলীন করে মাছের ঘের রাস্তা খাদক জব্বারের বিরুদ্ধে গ্রাম বাসির লিখিত অভিযোগ
ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় সরকারি রাস্তা বিলীন করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে এক ঘের মালিকের বিরুদ্ধে। বছরের পর বছর ধরে উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা চলে আসছে। এ বিষয়ে প্রায় অর্ধশত স্বাক্ষর নিয়ে গ্রাম বাসির পক্ষে টেনা মোড়লের ছেলে মিয়ারাজ মোড়ল কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন। গ্রাম বাসির দাবি জন চলাচলের জন্য সরকারি মাটির রাস্তাটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া হোক। 7,969,693 total views, 3,327 views today |
|
|
|