Site icon suprovatsatkhira.com

শ্যামনগর ও আশাশুনির ভাঙন কবলিত এলাকায় জেলা যুবলীগ

নিজস্ব প্রতিনিধি : জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকায় ভেড়ী-বাধ নির্মাণে স্বেচ্ছাশ্রমের কাজে এগিয়ে এসেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় শ্যামনগর ও আশাশুনি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করে স্থানীয়দের বেড়ি-বাধ নির্মাণ কাজে সহযোগিতার আশ্বাস দেন জেলা যুবলীগের নেতৃত্ববৃন্দ। এ সময় জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক জহিরুল ইসলাম নান্টু, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা জি এম ওয়াহিদ পারভেজ, জেলা যুবলীগের এক নং সদস্য স ম আব্দুস সাত্তার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, যুবনেতা তানভির কবির রবিন শ্যামনগর ও আশাশুনি উপজেলার যুবলীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। নদী ভাঙন এলাকায় পরিদর্শনে গিয়ে জেলা যুবলীগের নেতৃত্ববৃন্দরা বলেন, জেলা যুবলীগের সকল নেতৃত্ববৃন্দ বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াবে, তাদের বেড়ি-বাঁধ নির্মাণে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে সেই লক্ষ্যে শ্যামনগর ও আশাশুনি উপজেলা যুবলীগের সকল নেতৃত্ববৃন্দকে এগিয়ে আসার আহŸান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version