আগস্ট ২১, ২০২০
শ্যামনগরে ২১ শে আগস্ট পালন উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ শে আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন সরকার বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, সহাকারী অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা যুবলীগ আহŸায়ক এস এম জাকির হোসেন, সাবেক যুবলীগ নেতা কুমুদ রঞ্জন গাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক ফয়সাল আহমেদ সুমন, যুগ্ম আহŸায়ক রফিক গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২১ শে আগস্ট হামলায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 8,026,810 total views, 603 views today |
|
|
|