Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে ইউএনওর বনায়ন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে বনায়ন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (০৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার উপক‚লীয় এলাকার যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যদের নিকট ১ কিলোমিটার রাস্তা বনায়নের জন্য নিজ অর্থায়নে গাছের চারা হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাÐে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব। বাঙালি জাতির মুক্তি সনদ ছয়-দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারে বারে পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবন যাপন করেছিলেন, তখন দলের সর্বস্তরের নেতা-কর্মী বঙ্গ-মাতার কাছে ছুটে আসতেন, তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা বুঝিয়ে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতেন। যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা রেখে আজ এই বনায়ন কর্মসূচি হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version