আগস্ট ৮, ২০২০
শ্যামনগরে বঙ্গমাতার জন্মদিনে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিনিধি : বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে শ্যামনগরে দোয়া অনুষ্ঠান ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (০৮ আগস্ট) সকাল ১০ টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা-০৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, প্রভাষক মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক ফয়সাল আহমেদ সুমন, তাঁতী লীগের আহŸায়ক রেজওয়ানুল আজাদ নিপুন, সরকারি মহসিন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য এম এম মাহবুব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল খালেক। 7,973,795 total views, 7,429 views today |
|
|
|