শ্যামনগর অফিস : শ্যামনগরে বে-আইনি জনতা বন্ধে পরস্পর যোগসাজশে বাড়িতে অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে জখম, চুরি, ভয় ভীতি প্রদর্শন ও হুকুম দানের অপরাধমূলক মামলায় ১ জন এবং চাঁদাবাজি মামলায় ১ জনকে সহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) শ্যামনগর থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এস আই শেখ নুর কামাল ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ধুমঘাট এলাকা থেকে জখম, চুরি, ভয় ভীতি প্রদর্শন ও হুকুম দানের অপরাধমূলক ২১ নং মামলায় ধুমঘাট গ্রামের নুর ইসলাম গাজীর পুত্র মফিজুর গাজী ওরফে মফিজ(৪৫) কে ও এস আই রইচ উদ্দীন অপহরণ সহ চাঁদাবাজি মামলার আসামি নকিপুর গ্রামের মোকছেদ গাজীর পুত্র রহমত গাজী (২৯) কে নকিপুর বাজার থেকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট) আসামি দ্বয়কে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে বিচারের জন্য সোপর্দ করা হয়। ধুমঘাট গ্রামের হাজী নাসিরউদ্দীন গাজীর পুত্র জাফর ইকবাল জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট, জখম, চুরি সহ বিভিন্ন অপরাধে মফিজুর গাজী ওরফে মফিজ সহ ৯ জনকে আসামি করে শ্যামনগর থানায় মামলা করে। মামলা নং-২১। মফিজুর গাজী ওরফে মফিজ দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় এলাকায় ভীতি সন্ত্রস্ত রাজত্ব কায়েম করে। পুলিশ মফিজকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, তারা নিয়মিত মামলার আসামি হওয়ায় তাদেরকে গ্রেপ্তার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।