Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের পরিত্যক্ত ডাকঘর এখন মশা আর সাপের ডিপো

গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরিত্যক্ত ডাকঘর এখন সাপ আর মশার আস্তানায় পরিণত হয়েছে। দীর্ঘ কয়েক বছর ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শ্যামনগর উপজেলা ডাক বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন উপজেলা পোস্ট অফিসে কাজ করে আসছিল। কিন্তু ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কারণে তিন বছর পূর্বে পোস্ট অফিসের সকল কার্যক্রম ট্রাক স্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া বাড়িতে স্থানান্তর করা হয়। নতুন ভাড়া বাড়িতে স্থানান্তরের পর পোস্ট অফিসের সকল কার্যক্রম চলমান। কিন্তু শ্যামনগর উপজেলা পোস্ট অফিসের নিজস্ব জমির পুরাতন ভবনটি আতঙ্কের কারণ হয়ে উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা যায় ডাকঘরটি দীর্ঘদিন পড়ে থাকায় ধংসস্তুপে পরিণত হয়েছে, বন জঙ্গলে পরিণত হয়েছে এর চারপাশ। মশা আর সাপের কারখানায় পরিণত হয়েছে পুরো চত্বর। ভবনটির আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর, সদর ইউনিয়ন পরিষদ সহ সকল স্থানে মশার উপদ্রব ব্যাপক ভাবে বৃদ্ধি হয়েছে। সেই সাথে বেড়েছে সাপের উৎপাত। ভবনটি দ্রæত পুনঃ নির্মাণ অথবা পুরোনো ভবনের ধংস স্তুপ সরিয়ে চত্বরটি পরিষ্কার করা গেলে তা আরো বেশি মারাত্মক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছেন সচেতন মহল। তারা এ বিষয়ে দ্রæত যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version