নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল- এর ৭১তম জন্মদিন উপলক্ষে শ্যামনগর যুব উন্নয়ন অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বেলা ৩টায় কর্মসূচীর উদ্বোধন করেন শ্যামনগর সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী। এ সময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার শহিদুল ইসলাম শহিদ, সহকারী যুব উন্নয়ন অফিসার এস এম আহসান হাবিব, মো. হারুনার রশিদ, আব্দুল্লাহ আল মামুন, কবির হোসেন সহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।