Site icon suprovatsatkhira.com

শহরের আবাসিক এলাকায় হাঁস-মুরগি চোরের উপদ্রব বৃদ্ধি, সর্বত্র জনমনে চুরি আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সুলতানপুর ও মুনজিতপুর এলাকায় হাঁস-মুরগি চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত রাতে একটি সংঘবদ্ধ ছিটকে চোরের দল মানুষের বাড়ি থেকে হাঁস-মুরগি চুরি করছে। সর্বত্র জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যাপক হারে এই হাঁস-মুরগি চুরি বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার দিনের বেলায় মুনজিতপুরের মীর আকবর আলী’র বাড়ি থেকে চুরি হয় ৫/৬টি রাজহাঁস, তার পরের রাতে সুলতানপুরের মো. গুলজারের বাড়ি ও মিঠুর বাড়ি থেকে হাঁস ও মুরগি চুরি হয়েছে। আবাসিক এলাকায় একের পর এক চুরি সংঘটিত হওয়ায় জেলার সর্বত্র জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল ও এলাকাবাসী মনে করছে মাদক সেবীরা নেশার টাকার প্রতিনিয়ত এই হাঁস-মুরগি চুরি করছে। চুরির ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ও সচেতন মহল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version