Site icon suprovatsatkhira.com

রোটারি ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : রোটারি ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে রসুলপুর সরকারি প্রাথমিক (বালিকা) বিদ্যালয় প্রাঙ্গণ ও পিএন বিয়াম ল্যাবরেটারী (ইংলিশ মিডিয়াম) স্কুল প্রাঙ্গণে রোটারি ক্লাব অব সাতক্ষীরার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। এ সময় রোটারি ক্লাব অব সাতক্ষীরার পক্ষ থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় পিএন বিয়াম ল্যাবরেটারী স্কুলের শিক্ষক কণ্ঠশিল্পী মনজুরুল হক, রোটারি ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারি মাহফুজা রুবি, রোটা. পৌর কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, রোটা. পিপি মাগফুর রহমান, বৃক্ষ রোপণ কর্মসূচি প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান রোটা. মো. মশিউর রহমান বাবু, রোটা. আক্তারুজ্জামান কাজল, রোটা. শামীমা পারভীন রতœা, রোটা. পিপি হাবিবুর রহমান রনি, রোটা. জেসমিন আক্তার চন্দন, রোটা. মো. কামরুজ্জামান রাসেল, রোটা. অলিউল্লাহ, রোটা. মিজানুর রহমান, রোটা. এমডি মিজান ও রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট এ.কে.এম মহিবুবুল ইসলামসহ রোটারি ক্লাব অব সাতক্ষীরা ও রোটার‌্যাক্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version